Wellcome to National Portal
  • 2025-03-12-04-25-d77a8a0c361601c1fa483acf22240260
  • 2025-02-18-09-44-c0683a790e16a2e800aaed38fa1371a9
  • 2024-10-27-08-59-4e1d635e2489ab856b2cc0cd21f6410d
  • 2024-12-04-10-00-e9d605d0a8fb69e9b2242239e03c12ec
  • 2024-10-27-09-00-60a46265d8a2c493d1ec490b2e2859f1
  • 2024-10-27-09-00-dd03d7e2a11ba9199503309bbffc35ff
  • 2024-10-27-09-00-cc52d3fdb31a7a161fad3cc707521fea
  • 2024-10-27-09-04-c738a45510338d8b32c07fdf39ca4d8a
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ নভেম্বর ২০১৬

পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০ শাখার উদ্বোধন


প্রকাশন তারিখ : 2016-10-22

PM

পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০টি শাখার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (২২/০৬/২০১৬) বুধবার দুপুর ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকটির শাখাগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রতি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা খোলার সরকারি কার্যক্রমের এটি প্রথম ধাপ বলে জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, গ্রামের মানুষ যেন ঋণের জালে আবদ্ধ না হয়ে নিজের পুঁজি গঠন করতে পারে, সে জন্যই এ ব্যাংক গঠন করা হয়েছে।

শাখাগুলোর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী কয়েকটি শাখার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এই ব্যাংক গঠন করা হয়েছে। ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে ক্ষমতায় থাকতে চালু করা এ প্রকল্পকে বিএনপি জোট সরকারে এসে বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে এ প্রকল্প চালু রাখতে যেন কোনো সমস্যা না হয়, সে জন্যই এ ব্যাংক গঠন করেছে সরকার।

শেখ হাসিনা বলেন, ক্ষুদ্র ঋণের জালে গ্রামের সাধারণ মানুষ যেন আর জড়িয়ে না পড়ে, সে জন্য এই ব্যাংক গঠন করা হয়েছে। তারা নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো বড় আকারের পুঁজিতে পরিণত করতে  পারবে এ ব্যাংকের মাধ্যমে।